মোস্তাফিজুর রহমান মোস্তাক:
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকতা সমিতির নরসিংদী জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বিকেলে নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন বটতলা অফিস প্রাঙ্গনে এই কমিটি ঘোষণা করা হয়। মোঃ আলতাব হোসেনকে সভাপতি ও খালেদ মাহনুদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি করা হয়। পরে সদ্য ঘোষিত জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সভাপতি মোঃ আলতাব হোসেন উপস্থিত সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য বলেন, গত বছরের ২৬ অক্টোবর শতভাগ ইউপি প্রশাসনিক কর্মকতাদের উপস্থিতি মাধ্যমে আনন্দঘন পরিবেশে ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে আমি সভাপতি পদে সর্বোচ্চ ৩০ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ জুলহাস মিয়াকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হই। সাধারণ সম্পাদক পদে খালেদ মাহমুদ ৩১ ভোট পেয়ে আরেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলতাফ হোসেনকে পরাজিত করে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
পরে আমি সাধারণ সম্পাদককে সাথে নিয়ে সমিতির প্রথম সভা করি। ওই সভায় নতুন কমিটি গঠনকালে দুই-তিনজন পরাজিত সাধারণ সম্পাদক আলতাফ হোসেনকে সিনিয়র সহ-সভাপতি করার প্রস্তাব করেন। ওই প্রস্তাবকে স্বাগত জানিয়ে আমি আলতাফ হোসেনকে সিনিয়র সহ-সভাপতি ও মোঃ জুলহাস উদ্দিন ভূঁইয়াকে উপদেষ্টা হিসেবে নিয়োজিত করে জেলা কমিটি ঘোষণাকালে কিছু অসাধু সদস্য চরম বিরোধ ও মতানৈক্য তৈরী করে গ্রুপিংয়ের চেষ্টা করে। পরে কতিপয় কিছু সদস্যরা আমাকে পাশ কাটিয়ে নিজেরা নিজেরা সভা করে স্বঘোষিত সভাপতি-সাধারণ সম্পাদক দাবি করে কমিটি ঘোষণা করেন। তিনি আরও বলেন, কমিটির সদস্যদের উপস্থিতিতে স্বচ্ছ ভোটের মাধ্যমে নির্বাচিত সভাপতিকে বাদ দিয়ে পাল্টা কমিটি ঘোষণা করা অনৈতিক ও সাংগঠনিক রীতিনীতির পরিপন্থী। আমি তাদেরকে এসব অনীহ কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ করছি এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এসময় নির্বাচিত কমিটির সকল সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিতসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।