স্টাফ রিপোর্টার :
৫ আগষ্ট বিল্পবে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ সমিতি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ সমিতির মুখপাত্র মুফতি আল্লামা খলিলুর রহমান জেহাদী।
২৪ নভেম্বর (রবিবার) ঢাকা মোহাম্মদপুর বাইতুল ফজল ইসলামীয়া আলিম মাদ্রাসার হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহাম্মদপুর থানা আমীর ডা: শফিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইতুল ফজল ইসলামিয়া আলিম মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল মাওলানা আনোয়ার হোসেন, জাতীয় দুর্নীতি বিরোধী সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক ক্বারী আবু সিদ্দিক রতন, এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এবি পার্টির কেন্দ্রীয় সিনিয়র সহকারী সদস্য সচিব আব্দুল বাসেত মারজান, গনঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মো: মিজানুর রহমান ভুইয়া, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মো: মাজিদুল ইসলাম মুকুল, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির বরিশাল বিভাগীয় সভাপতি মো: আবুল কালাম আজাদ, ভোলা জেলা কমিটির সদস্য মো: জেহাদ হোসেন, মো: শাহাদাত হোসেন টিপু প্রমুখ।
এ সময় বক্তারা সারা বাংলাদেশের ৫৯৫১ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩৭০০০ শিক্ষকের জীবন বাচানোর আহবান জানান। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করার দাবী জানান। শিক্ষক মানুষ গড়ার কারিগর, তাদের মুখে, তাদের পরিবারের মুখে বর্তমানে দু’মুঠো ডাল ভাত জুটে না, তারা মানবেতর জীবনযাপন করছে, তাদের রক্ষা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ জানান।