স্টাফ রিপোর্টার :
রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) আয়োজিত ২২ ও ২৩ নভেম্বর শুক্রবার ও শনিবার ২ দিন ব্যাপি বই মেলা ২০২৪ আজ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাওয়া কনভেনশন হলের দ্বিতীয় তলার হেলমেট হল রুমে সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাওয়া ভাইস-চেয়ারম্যান (নেভি) কমোডর সৈয়দ সালাউদ্দিন আহমেদ,(এস), এনইউপি, এনডিইউ, এএফডাব্লিউসি, পিএসসি, পিএইচডি(ফেলো), (অব:), মেম্বার লাইব্রেরী এন্ড পাবলিকেশন লে. কর্নেল মোহাম্মদ শাখাওয়াত হোসেন, এএফডাব্লিউসি, পিএসসি(অব:) প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত বক্তরা রাওয়া বই মেলার সার্বিক উন্নতি কামনা করেন এবং অন্তত তিন দিন বই মেলা আয়োজনের জন্য কর্তৃপক্ষকে আহবান জানান, তাছাড়া এই বই মেলার ব্যাপক প্রচারের জন্য অনুরোধ করেন।
অনুষ্ঠানে বেস্ট সেলার রাওয়া লেখক হিসেবে ক্রেস্ট পান বর্তমান অন্তর্বর্তী সরকার উপদেষ্টা বিগ্রেডিয়ার (অব:) এম. সাখাওয়াত হোসেন। এছাড়া অংশগ্রহনকারীরা সকল প্রকাশনী সন্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়।