নিজস্ব প্রতিনিধি, মোস্তাফিজুর রহমান মোস্তাক
নরসিংদীর বিসিক শিল্পনগরী শিবপুরে আজ ২২ই নভেম্বর ( শনিবার) দুপুরে জাকারিয়া এডহেসিভ নামক গাম কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। কারখানাটি দীর্ঘদিন ধরে বিসিক শিল্প নগরীর ভিতরে কোম্পানির সাইনবোর্ড লোগো ব্যবহার না করে চালিয়ে যাচ্ছেন ব্যবসা। মোবাইল কোর্ট পরিচালনা কালে কোম্পানির বৈধ বিএসটিআই লাইন্সেন্স, ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র না থাকায়,প্রস্তুতকৃত পণ্যে মোড়ক ব্যবহার না করায় এবং মেয়াদ সংযুক্ত না থাকায় সংশ্লিষ্ট ধারায় মামলায় ৫,০০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন।
নরসিংদীর জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোঃ সাজ্জাদ পারভেজ সার্বিক সহযোগিতা ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নরসিংদী জেলা প্রশাসনের পক্ষে জেলার বিভিন্ন উপজেলায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।