গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর নরসিংদীর সাবেক প্রকৌশলী বশির আহম্মেদ এর বিরুদ্ধে অপপ্রচার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলার বিভিন্ন স্তরের জনসাধারণ। সম্প্রতি বশির আহমেদকে নিয়ে নরসিংদীর আলোচিত টিকটকার ও সদ্য বহিস্কৃত শিক্ষিকা শারমিন রেজোয়ানা যে সব কুরুচিপূর্ণ কথা বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে মন্তব্য করেছেন সুশীল সমাজের জনসাধারণ। স্থানীয়দের ভাষ্য, নরসিংদী সদর থানায় একটি মিথ্যা অভিযোগ দিয়ে অর্থ নেয়ার কৌশল করছিল এ টিকটকার ও বহিষ্কৃত শিক্ষিকা। পরে ষ্ট্যাম্পে অঙ্গিকার নামায় স্বাক্ষর করে এ অভিযোগ প্রত্যাহার করে নেয় শারমিন রেজোয়ানা। তাছাড়া বশির আহমেদ নরসিংদী থেকে ২০১৯ সালে বদলী হয়ে মানিকগঞ্জে চলে যাওয়ার ৫ বছর পর এসব আলোচনা আসলে ভিত্তিহীন বলে মন্তব্য করেন স্থানীয়রা। রেজোয়ানাসহ অতি উৎসাহী হয়ে কিছু লোক সামাজিক মাধ্যমে এসব মিথ্যা তথ্যর ভিত্তিতে লেখা -লেখির প্রতিবাদ করছেন শিবপুরসহ সুশীল সমাজ।