স্টাফ রিপোর্টার :
২০২৪ জুলাই বিপ্লবের বিজয় উপলক্ষে গাজীপুর তামিরুল মিল্লাত মাদ্রাসার কেন্দ্রীয় ছাত্র সংসদ বিজয় উৎসব আয়োজন করে।
১৫ নভেম্বর (শুক্রবার) গাজীপুর তামিরুল মিল্লাত ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে জুলাই বিপ্লবে তামিরুল মিল্লাত মাদ্রাসার ৫ জন শিক্ষার্থী শহীদ হয়েছেন। তারা হলেন, শহীদ নাসির ইসলাম, শহীদ ওসমান পাটোয়ারী, শহীদ শাকিল পারভেজ, শহীদ মো: আদিল ও শহীদ মুন্তাসির রহমান আলিফ। অনুষ্ঠানে সকল শহীদদের বাবাকে সন্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে সকল শহীদদের নিকটাত্মীয় এবং তামিরুল মিল্লাত মাদ্রাসার সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে জুলাই বিপ্লবের উপর নির্মিত স্বৈরাচারের পতন নাটিকা, কাওয়ালী ও বিপ্লবী সাংস্কৃতিক সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।