শিরোনাম :
নরসিংদীর পাঁচদোনায় চাঁদা চাওয়ার প্রতিবাদ করায় হামলা, ১০ সাংবাদিক আহত। এশিয়ান টিভির ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন নরসিংদীর শিবপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ৭ জন গ্রেপ্তার। নরসিংদী জেলা পুলিশের যৌথ অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার। শিবপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন, আসাদ সভাপতি, মাহবুব খান সাধারন সম্পাদক নির্বাচিত নরসিংদী ১সদর আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল ফয়সাল। সাংবাদিকদের সাথে মতবিনিময়। নরসিংদীর পলাশে জামায়াতের নির্বাচনী সভায় বিএনপির হামলা, আহত ৩০ নান্দাইলে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে ২ঘন্টা কর্মবিরতি পালিত। নরসিংদী প্রেসক্লাব নির্বাচনে  সভাপতি মাখন দাস  সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ  নির্বাচিত নরসিংদীর আদালত ভবনে দূর্বৃত্তদের হামলায়  যুবদল নেতা  গুরুত্বর আহত।
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির নির্বাচন সম্পন্ন,সভাপতি জুলহাজ সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ।

মোস্তাফিজুর রহমান মোস্তাক / ৪৩৮ Time View
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

 

মোস্তাফিজুর রহমান মোস্তাক

নরসিংদী জেলা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির (বাপসা)র পূর্বের কমিটি বাতিল করে ৩১ সদস্যে বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। সকলের সর্বসম্মতি কমে শীলমান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো জুলহাস উদ্দিন ভুঁইয়াকে সভাপতি ও চিনিশপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ খালেদ মাহমুদকে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন হয়।


গেল শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টায় নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়ন পরিষদের হল রুমে উপস্থিত প্রশাসনিক কর্মকর্তা সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
৩১ সদস্য বিশিষ্ট জেলা বাপসার অন্যান্য সদস্যরা হলেন –বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সিনিয়র সহ-সভাপতি পুটিয়া ইউনিয়ন পরিষদের মো আলতাফ হোসেন, সহসভাপতি মো. সিদ্দিকুর রহমান, মো. শাখাওয়াত হোসেন ফকির ও মো. লিয়াকত হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক করিমপুর ইউপির মো. মনির হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলম হোসেন, সহ সাধারণ সম্পাদক । মো. আশরাফ আলী ও মো. বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বাঘাব ইউপির মো. রতন মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক মো. রাকিব নাজির, মো. সোহেল মিয়া, অর্থ সম্পাদক ইমরুল হাসান, সহ অর্থ সম্পাদক সজল চন্দ্র বর্মন, দপ্তর সম্পাদক মানিক মিয়া, সহ দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক, মো. মনির আলম, সহ প্রচার সম্পাদক মো. ়আল আমিন, সমাজ কল্যান সম্পাদক মো. ওমর ফারুক, সহ সমাজ কল্যান সম্পাদক মো. মশিউর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. সোহেল মিয়া, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. শহিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাজমুল কবির, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. রোমান আলী, সহ সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. মকবুল হোসেন। কমিটিতে কার্যনির্বাহী সদস্য ৪ জন- মো. লোকমান হোসেন, মো. ইকবাল হোসেন, মো. আরিফ উদ্দিন ও নূরুল আফছার।


জানা যায় বিগত বছরে ২৬ অক্টোবর তারিখে নরসিংদী জেলায় কর্মরত ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের প্রত্যক্ষ ভোটে আলতাব হোসেন সভাপতি ও খালেদ মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। কমিটির বাকি পদগুলো সভাপতি ও সাধারণ সম্পাদক সম্মিলিতভাবে তাদের উভয়ের মতামতে গঠন করার কথা। কিন্তু ইতিমধ্যে কমিটির ৮ মাস অতিবাহিত হলেও সভাপতির একক সিদ্ধান্ত ও স্বেচ্ছাচারিতায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি। দীর্ঘদিনেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে না পারায় জেলা প্রশাসনিক কর্মকর্তারা ক্ষুব্ধ হয়ে পড়ে। পরবর্তীতে সাধারণ সম্পাদক খালেদ মাহমুদসহ জেলার ৩৪ জন কর্মকর্তার স্বাক্ষরিত একটি নোটিশে গত শনিবার (২৮ জুন) একটি বিশেষ সভা আহ্বান করা হয়। উক্ত সভায় জেলার ৫৬ জন সদস্যের মধ্যে ৪১ জনের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটিকে অকার্যকর ঘোষণা করে তা বাতিল করা হয়। পাশাপাশি নতুন কমিটি গঠনের লক্ষ্যে সকলের মতামতের ভিত্তিতে পাঁচদোনা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. লোকমান হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি নির্বাচন আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত আহবায়ক কমিটির বাকি সদস্যরা হলেন- মো. সাখাওয়াত হোসেন ফকির, ইমরুল হাসান, শাহ আলম ও নুরুল আফসার।
সদস্যদের মনোানীত ৫ সদস্যের নির্বাচন আহ্বায়ক কমিটি সভায় বিভিন্ন পদে প্রার্থিতার বিষয়ে জানতে চাইলে* সভাপতি পদে জুলহাস, সিনিয়র সহ-সভাপতি আলতাব হোসেন, সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন ও সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ রতন মিয়া প্রার্খী হওয়ার ইচ্ছা পোষন করেন। উক্ত পদগুলোতে তারা একক প্রার্থী হওয়ায় সর্ব সম্মতিক্রমে তাদেরকে তাৎক্ষণিক স্ব স্ব পদে বিজয়ী ঘোষণা করা হয়। পরে নির্বাচিত কমিটি ও আহবায়ক কমিটির সম্মিলিত মতামতের ভিত্তিতে কমিটির বাকি সদস্যদেরকে নির্বাচিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category