নরসিংদীর পলাশে জামায়াতের নির্বাচনী সভায় বিএনপির হামলা, আহত ৩০
Mostak Ahmed
/ ১৩
Time View
Update :
বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
Share
নরসিংদীর পলাশে জামায়াতের নির্বাচনী সভায় বিএনপির হামলা, আহত ৩০
নিজস্ব প্রতিবেদক –
নরসিংদীর পলাশ উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের শেখেরচর বাসস্ট্যান্ড এলাকায় জামায়াতে ইসলামীর নির্বাচনী সভায় হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। গতকাল বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে সভা শেষ হওয়ার পর সন্ধ্যা প্রায় ৬টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এতে জামায়াতের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমজাদ হোসাইন অভিযোগ করেছেন যে, সভা চলাকালীন সময় থেকেই বিএনপির কিছু নেতাকর্মী বাধা দিচ্ছিলেন এবং তাঁর বক্তব্য চলাকালীন মঞ্চের পেছনে গিয়ে গালিগালাজ করেন। স্থানীয়দের হস্তক্ষেপে তারা সরে গেলেও, সভা সমাপ্ত হওয়ার পর তারা পুনরায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সভার লোকজনের ওপর হামলা চালায়।
অভিযুক্তদের নাম
হামলায় জড়িত থাকার অভিযোগে যাদের নাম উঠে এসেছে তাদের মধ্যে রয়েছেন:
মেহেরপাড়া ইউনিয়ন তাঁতীদলের সভাপতি বখতিয়ার হোসেন
যুবদল নেতা ইফতিখার আলম
শাহরিয়ার
সিয়াম সহ আরও অজ্ঞাত অন্তত ৪০ জন।
আহতদের মধ্যে অনেককেই প্রাথমিক চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জামায়াতের প্রার্থীর দাবি
জেলা জামায়াতের সাধারণ সম্পাদক সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমজাদ হোসাইন এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি দ্রুততার সাথে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্ত্রের দাবি জানিয়েছেন।
স্থানীয় প্রশাসন এ বিষয়ে তদন্ত শুরু করেছে কিনা এবং এ পর্যন্ত কোনো গ্রেপ্তারের ঘটনা ঘটেছে কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।