শিরোনাম :
নরসিংদীর পাঁচদোনায় চাঁদা চাওয়ার প্রতিবাদ করায় হামলা, ১০ সাংবাদিক আহত। এশিয়ান টিভির ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন নরসিংদীর শিবপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ৭ জন গ্রেপ্তার। নরসিংদী জেলা পুলিশের যৌথ অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার। শিবপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন, আসাদ সভাপতি, মাহবুব খান সাধারন সম্পাদক নির্বাচিত নরসিংদী ১সদর আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল ফয়সাল। সাংবাদিকদের সাথে মতবিনিময়। নরসিংদীর পলাশে জামায়াতের নির্বাচনী সভায় বিএনপির হামলা, আহত ৩০ নান্দাইলে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে ২ঘন্টা কর্মবিরতি পালিত। নরসিংদী প্রেসক্লাব নির্বাচনে  সভাপতি মাখন দাস  সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ  নির্বাচিত নরসিংদীর আদালত ভবনে দূর্বৃত্তদের হামলায়  যুবদল নেতা  গুরুত্বর আহত।
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

মোংলায় নবায়নযোগ্য জ্বালানি শক্তি প্রচারে ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট ফোরাম গঠিত

Reporter Name / ১৭২ Time View
Update : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

পরিচ্ছন্ন জ্বালানি শক্তির সমাধান, টেকসই উন্নয়ন এবং জীবাশ্ম জ্বালানি প্রকল্পের নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতন বৃদ্ধি করতে মোংলায় ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট ফোরাম গঠিত হয়েছে। ১৪ অক্টোবর রবিবার সকালে মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে স্থানীয় সংগঠন, পরিবেশবিদ ও নাগরিক সমাজের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় এই ফোরাম গঠিত হয়। ১৭ সদস্য বিশিষ্ট ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট ফোরাম মোংলার সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ মোঃ সেলিম, সহ-সভাপতি এম এ সবুর রানা এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মোঃ নূর আলম শেখ। ক্লিন, বিডব্লিউজিইডি এবং মোংলা নাগরিক সমাজের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

রবিবার সকাল ১১টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ। সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ সেলিম, ড. অসিত বসু, সাংবাদিক নেতা পরিবেশকর্মী এম এ সবুর রানা, উন্নয়নকর্মী সোহেল রানা, প্রবীর মন্ডল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গীতিকার মোল্লা আল মামুন, সার্ভিস বাংলাদেশ’র সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, নারীনেত্রী ফাতেমা জান্নাত, মাসুদা আক্তার, ইয়ুথ লিডার রাকেশ সানা, শাহীন খলিফা, ডলার, সাব্বির হাসান দীপ্ত প্রমূখ। সভায় বক্তারা রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগ্রহণকৃত ৯৩৬ একর অব্যবহৃত জমিতে নবায়নযোগ্য জ্বালানি শক্তি প্রকল্প গ্রহণের দাবি জানান। বক্তারা বলেন ফোরাম অন ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট মোংলা এই অঞ্চলে নবায়নযোগ্য জ্বালানি শক্তি প্রকল্পে বিনিয়োগ উৎসাহিত করতে নীতিমালা সংস্কারের পক্ষে কাজ করবে। এটি সরকারি সংস্থা, বেসরকারি খাত এবং স্থানীয় জনগণের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে, যাতে মোংলা রামপাল নবায়নযোগ্য শক্তি বিকাশে গুরুত্বপূর্ণ অঞ্চলে পরিণত হতে পারে। সভায় বক্তারা আরো বলেন জীবাশ্ম জ্বালানি প্রকল্পে বিনিয়োগ বন্ধ করে একটি পরিচ্ছন্ন এবং টেকসই ভবিষ্যতের দিকে রূপান্তর করা জরুরি হয়ে পড়েছে। ফোরাম অন ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট মোংলা কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি প্রবীর মন্ডল, যুগ্ম সম্পাদক গীতিকার মোল্লা আল মামুন, মোস্তাফিজুর রহমান মিলন, প্রচার সম্পাদক ইদ্রিস ইমন, কোষাধ্যক্ষ নাজমুল হক। এছাড়া উপদেষ্টা মন্ডলীর সদস্যরা হলেন সুভাষ চন্দ্র বিশ্বাস, উন্নয়নকর্মী সোহেল রানা, হারুন গাজী, সুশান্ত মন্ডল, অধ্যাপক অসিত সরকার, জেমস শরৎ কর্মকার, আব্দুর রশিদ হাওলাদার, বিদ্যুৎ মন্ডল, গীতা হালদার, হেমায়েত উদ্দিন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category