শিরোনাম :
নরসিংদীতে চাঁদাবাজদের হামলার শিকার পুলিশ কর্মকর্তা নরসিংদী শিবপুরে চাচাতো ভাইয়ের হাতে আপন দুই ভাই নিহত নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক মাখন দাস নরসিংদীর শিবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে গুরুতর আহত ১ নরসিংদীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি বিএমএসএফ,র প্রতিবাদ অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করুন; রাষ্ট্রকে বিএমএসএফ নেতৃবৃন্দ সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে নরসিংদীতে বিএমএসএফ এর মানববন্ধন গাজীপুরে এক সাংবাদিককে জবাই করে হত্যা; বিএমএসএফের উদ্বেগ সিরাজদিখানে সাংবাদিকদের সম্মানীর টাকা আত্মসাতের প্রতিবাদ করায় সাংবাদিকের উপর হামলা! নরসিংদীতে সাংবাদিকের উপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে নরসিংদীতে বিএমএসএফ এর মানববন্ধন

মোস্তাফিজুর রহমান মোস্তাক / ১০৭ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

 

মোস্তাক আহমেদ নরসিংদী –

গাজীপুরের চান্দিনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছেন নরসিংদীর স্থানীয় সাংবাদিকরা।
শনিবার (৯ আগষ্ট) সকালে নরসিংদী প্রেসক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নরসিংদী জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বিএমএসএফের নেতৃবৃন্দরা অভিযোগ করেন হত্যাকন্ডের ঘটনার সিসিটিভি ফুটেজে সাংবাদিক তুহিন হত্যাকান্ডের সাথে জড়িতদের স্পট দেখা যাচ্ছে। তাদেরকে দ্রুত সময়ে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তার এই মৃত্যুতে পুরো দেশে গভীর শোকে আচ্ছন্ন। আরো বলেন, দেশের বিভিন্ন প্রান্তে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। কিন্তু এসব ঘটনার অধিকাংশ ক্ষেত্রেই বিচার হয় না, আর এই দায়মুক্তির সংস্কৃতিই নতুন হত্যাকাণ্ডকে উৎসাহ দিচ্ছে।
বিএমএসএফ’র সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি ধারাবাহিক দমন-পীড়নের অংশ। সাংবাদিকদের চাকরি হারানো, গুম হওয়া, এমনকি খুন হওয়া—এসব এখন নিত্যদিনের ঘটনা। আমরা আর চুপ থাকব না। সরকার যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়, তবে আন্দোলন অনিবার্য।
বিএমএসএফ এর সাধারণ সম্পাদক আশিকুর রহমান বলেন,
আমরা সারাদেশের আন্দোলনের খবর প্রচার করি, আর আজকে আমরা আমদের সহকর্মীর হত্যার বিচারের দাবিতে নিজেরাই আন্দোলনে নেমেছি, এর চেয়ে আর ভালো সাংবাদিক হতে কি করতে হবে, আমি বলি ভাল সাংবাদিক হইয়ো না। কারণ আমাদের দেশের ভালো সাংবাদিকরা গুম, খুন ও হত্যার শিকার হতে হয় অথবা জীবন বাঁচাতে দেশ ছেড়ে চলে যেতে হয়। আমি আফসোস করে বলি এদেশে কোনো দিন ভালো সাংবাদিক জন্ম নিবে না। আমি হুঁশিয়ারি করে বলতে চাই, গুম, খু্‌ন, ও হত্যা করে আমাদের থামাতে পারবে না।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, সহসভাপতি মাইনউদ্দিন সরকার (সাপ্তাহিক আজকের চেতনা), আফরোজা মিনা (বিজয় টিভি), মুজিবুর রহমান (আলোকিত প্রতিদিন), আঃ রাজ্জাক মিয়া (সাপ্তাহিক আজকের চেতনা), আল-আমিন (এটিন নিউজ), সফিকুল ইসলাম (প্রতিদিনের সংবাদ) ইতি খানম (মাতৃজগত) সহ আরও অনেক সাংবাদিক বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category