প্রকাশিত সংবাদের প্রতিবাদ।
গত ২০ ডিসেম্বর ২৪ইং তারিখে মাধবদীতে সুতার বাজারে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে মিল মালিকরা শিরোনামে সত্যের সন্ধানে নরসিংদী ফেসবুক পেজে থেকে প্রকাশিত হয়েছে।
অতি মুনাফালোভী সুতা ব্যবসায়ীদের সিন্ডিকেটে জৌলুশ হারাতে বসেছে নরসিংদীর প্রাণকেন্দ্র প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত মাধবদীর বাবুর হাট । তিনজন ব্যক্তিকে উদ্দেশ্য করে এসব তথ্য প্রকাশ করেছেন ।
এদিকে বিনয় দেবনাথ জানান আমি একজন পারিশ্রমিক সৎ ব্যবসায়ী মাধবদীতে প্রায় ৭০শতাংশ নারী পুরুষ তাঁত শিল্পে কর্মরত রয়েছেন। আমরা তাদের পাশে থেকে নিজেদের ব্যবসা চালিয়ে যাচ্ছি,আমি তা গর্ববোধ করছি।আমার প্রতিদ্বন্দ্ব কিছু অসাধু ব্যবসায়ী আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য ভুয়া ফেসবুক পেজ আইডি খুলে আমার প্রতিষ্ঠান আনন্দ ইয়াৎ ট্রেডার্স এর মান ক্ষুন্ন করার জন্য কিছু কু চক্র মহল লেগে পড়ে উঠেছে। তাদের বিরুদ্ধে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিয়েছি । আমার নামে মিথ্যা ও ভিত্তিহীন নিউজ প্রচার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।