নিজস্ব প্রতিবেদক –
নরসিংদীর শিবপুর উপজেলার আইবপুর ইউনিয়নের চন্দন দিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
শিবপুর মডেল থানার অভিযোগ সূত্রে জানা যায় ৩১ শে আগস্ট রাত আনুমানিক ৯.৩০ মিন্টের দিকে নরসিংদী সদর উপজেলার পুরান পাড়া গ্রামের মৃত আলতাব উদ্দিনের এর ছেলে বিল্লাল ও চন্দন দিয়া গ্রামের ফাইজুর রহমানের ছেলে মাসুম ভূঁইয়া ওয়ারিশ সংক্রান্ত জমি বিষয় নিয়ে আলাপ আলোচনা চলছিল। আলামিনের দোকানের সামনে এক পর্যায়ে কথা কাটাকাটি হলে , মাসুম ভুইয়া , মাসুমের ছেলে তরিকুল মিয়া আতিকুল ভূঁইয়া, আলামিন কে একা পেয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে একি এলাকার রফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মাথায় ১৮টি সেলাই এবং পেটে চারটি সেলাই করে। প্রাথমিক চিকিৎসার পরে রাত আনুমানিক আড়াইটার দিকে আলামিনকে বাড়িতে এনে আলামিনের স্ত্রী লাকি আক্তার বাদী হয়ে শিবপুর মডেল থানা চারজন আসামীর নাম উল্লেখ করে ,১/মাসুম ভূইয়া, আতিক ভূইয়া, মামুন ওতরিকুল অজ্ঞাত ও ৮-১০ জন আসামি করে লিখিত অভিযোগ করেন।
শিবপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ আফজাল হোসাইন জানান, আমি ঘটনাটি শুনেছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।