স্টাফ রিপোর্টার,সায়েফ আহমেদ ভূঁইয়া
জাতীয়তাবাদী যুবদল নরসিংদী জেলা শাখার উদ্যোগে সংগঠনের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ২৭ অক্টোবর রবিবার ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আজ নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ। সভা পরিচালনা করেন নরসিংদী শহর যুবদলের সভাপতি মাহমুদুল হাসান চৌধুরী সুমন। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি এম এ জলিল, আকবর হোসেন, আমিনুল হক বাচ্চু, গোলাম কবির কামাল, এবং আরাফ উদ্দিন ভূঁইয়া।
ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন উপজেলার যুবদলের নেতৃবৃন্দ ও সমর্থকরা মিছিল সহকারে অংশগ্রহণ করেন। এ সময় বেলাবো, শিবপুর, এবং রায়পুরা উপজেলা যুবদলসহ শহরের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, নরসিংদী জেলা যুবদলের নেতা নাসিক আহমেদ আনন্দ, ডাক্তার লুত্ফু রহমান, অ্যাডভোকেট সজল, এবং অ্যাডভোকেট শিশিরও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মেডিকেল ক্যাম্পে সাধারণ মানুষের সেবা প্রদানের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। নেতৃবৃন্দ এই উদ্যোগকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর একটি প্রয়াস হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ ও যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সকল সদস্য ও সমর্থকদের শুভেচ্ছা জানান এবং দেশের মানুষের সেবায় তাদের কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।