স্টাফ রিপোর্টার :
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আমিনুল হক’কে আহ্বায়ক ও মোস্তফা জামান’কে সদস্য সচিব করে ৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ।
০৪ নভেম্বর (সোমবার) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যডভোকেট রুহুল কবির রিজভী’র স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
কমিটির অন্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি ও আব্দুর রাজ্জাক ।
নব নির্বাচিত কমিটির আহবায়ক আমিনুল হক সহ সবাইকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের অন্যতম সংগঠক ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পিরোজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মো: লিটন খান ও বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের সন্মানিত সদস্য ও ঢাকাস্থ পিরোজপুর সদর উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আবুল হোসেন দুলাল।