নিজস্ব প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে আজ রবিবার মোঃ জুবায়ের ইসলাম সাজু নামের একজন তার ফেসবুক আইডিতে বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) কে নিয়ে কটুক্তিমূলক পোস্ট করেন। পরবর্তীতে উক্ত ফেসবুক পোস্ট কে কেন্দ্র করে বিভিন্ন স্থানে উত্তেজনা সৃষ্টি হলে কুড়িগ্রাম জেলা পুলিশের তৎপরতায় ভূরুঙ্গামারী থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির ব্যবহার ও বিভিন্ন কৌশল অবলম্বন করে সন্ধ্যা আনুমানিক ০৭:৩০ ঘটিকায় উক্ত কটুক্তিকারী কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলা পাথরডুবি ইউনিয়নের বাশজানি এলাকার বাসিন্দা মো: জুবায়ের ইসলাম সাজু কে গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস টিম।
উক্ত ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে।